চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

আ.ন.ম. ইলিয়াস
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
জনাব আ.ন.ম. ইলিয়াস বিগত ২২/১২/১৯৮৩ খ্রিস্টাব্দ তারিখে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলাধীন কালাইরপাড় গ্রামে মাতুলালয়ে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৮ সালে আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি এবং ২০০০ সালে শাহাবুদ্দিন ডিগ্রী কলেজ থেকে এইচ.এস.সি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে এলএল.বি (অনার্স) এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ২০০৯ সালে এলএল.এম ডিগ্রী অর্জন করেন।
বিচার বিভাগ পৃথকীকরণ হওয়ার পর বিগত ২২/০৫/ ২০০৮ সালে তৃতীয় বিজেএস (বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস) এর মাধ্যমে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নেত্রকোনা জেলায় যোগদান করেন। তিনি বিগত ১৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে সিলেট জেলায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। ইতোপূর্বে তিনি নরসিংদী জেলায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি অস্ট্রেলিয়া, ভারত, নেপাল, ভূটান ও সিঙ্গাপুর ভ্রমন করেছেন।
এছাড়াও তিনি অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি হতে ৪ (চার) সপ্তাহের প্রশিক্ষণ গ্রহণসহ দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কোর্স সফলতার সাথে সম্পন্ন করেন। আইন বিষয়ে বিভিন্ন জার্নালে তাঁর বিশেষ নিবন্ধ প্রকাশিত হয়েছে।